হাইমচরে বুধবার (১০ আগস্ট) হাইমচর থানা ডেলিভারি সার্ভিসে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূর্বের পুলিশিং কমিটি বিলুপ্তি ঘোষণা করে আলহাজ্ব শাহাদাত হোসেন মাস্টারকে আহ্বায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়।
ওপেন হাউজ ডে’ আলোচনা সভায় হাইমচর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘জনগণের সহযোগিতা ছাড়া সমাজের কোনো অপরাধ দমন করা সম্ভব নয়। জনগণের কাছ থেকে সঠিক তথ্যের মাধ্যমে একজন অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব। জনগণের পাশে থেকেই পুলিশ প্রশাসন কাজ করে যাবে।
উপপরিদর্শক (এসআই) মো. ফারুক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর থানা ওসি তদন্ত মো. আলমগীর হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাদাত হোসেন মাস্টার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এম এ বাশার, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান, আলগী দক্ষিণ ইউনিয়ন সাবেক ইউপি চেয়ারম্যান মো, জয়দল আখন মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমএ মান্নান সিকদার , উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এমএ লতিফ, চরভৈরবী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সাবেক সভাপতি আহমেদ আলি মাস্টার, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খুরশিদ আলম, গাজিপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি আহসান বেপারী, আলগী দক্ষিণ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি গাজি মো. জাহিদ, নীলকমল ইউনিয়ন সভাপতি,হাইমচর কমিউনিটি পুলিশ সভাপতি সৈয়দ ছকিদার, চরভৈরবী ইউনিয়ন সাধারণ সম্পাদক ইউসুফ জুবায়ের শিমুল প্রমুখ।
সভা শেষে হাইমচর থানা কমিউনিটি পুলিশিং পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করে আলহাজ্ব শাহাদাত মাস্টারকে আহ্বায়ক, হাইমচর সরকারি কলেজের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, এম এ মান্নানকে যুগ্ম আহ্বায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন।