20 April, 2015 6:56:03 PM
চাঁদপুর টাইমস ডট কম :
বিশ্বকাপে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি তামিম ইকবাল। তাইতো বাঁহাতি এ ওপেনারের ওপর পাকিস্তান সিরিজে ভালো করার প্রত্যাশার চাপটাও ছিল অনেক বেশি। প্রথম ম্যাচে ১৩২ রান করার পর দ্বিতীয় ম্যাচেও ১১৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। রোববারের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অনেকটা বিনয়ী হয়ে তামিম বললেন, ‘সমালোচনা আমাকে নিয়ে যতটা পারেন করেন। কিন্তু তাই বলে আমার পরিবারকে নিয়ে কেন? তারা তো আর মাঠে খেলে না।’
বিশ্বকাপে খারাপ খেলায় সমালোচনায় বিদ্ধ হতে থাকেন তামিম। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে খারাপ করায় আরও বেশি করে সমালোচনা শুনতে হয়েছে তাকে। মিডিয়ায় সেভাবে না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমানুষের সমালোচনায় কচুকাটা হয়েছিলেন বাংলাদেশ দলের এ ওপেনার।
সমালোচনা প্রসঙ্গে সবার কাছে অনুরোধ জানিয়ে বাঁহাতি এই ওপেনার বলেন, ‘সমালোচনা থাকুক। সব শুনতে আমি রাজি। কিন্তু যেন পরিবারকে নিয়ে না হয়। আমার কারণে আমার পরিবার যন্ত্রণা ভোগ করবে, আমি এটা মানসিকভাবে নিতে পারি না, খেলবো কীভাবে? আমার অনুরোধ, সমালোচনা আমার পর্যন্ত রাখেন। পরিবার পর্যন্ত যাবেন না। তারা তো আর মাঠে খেলতে আসে না।’
ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে মাত্র দুইবার অপরাজিত থাকলেন তামিম। সেঞ্চুরি করে অপরাজিত থাকায় খুশিটা তাই বাঁহাতি ওপেনারের একটু বেশিই। ব্যাট করতে নামার আগে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না বলেও জানালেন তামিম। এ বিষয়ে তিনি বলেন, ‘মাঠে নামার সময় মাথায় ছিল ব্যাটিংটা উপভোগ্য করব। শটস খেলব। যখন ৮০ রানে ছিলাম তখন মনে হল সেঞ্চুরি করা লাগবে। মুশফিক ভাই অনেকবার আমাকে মনে করিয়ে দিচ্ছিল সেঞ্চুরি করতে হবে। তাই শেষ পর্যন্ত অপরাজিত থাকতে পেরে খুব ভালো লাগছ।’
চাঁদপুর টাইমস/ডিএইচ/2015U
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur