মতলব উত্তর

ওটারচর উবিতে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয়ে সোমবার (১০ এপ্রিল) সকালে এক অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং থেকে দূরে থাকতে হবে। এবং এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলতে হবে। ওসি বলেন, ফেসবুক, ইন্টারনেট ও মোবাইলের মাধ্যমে অনেকে হয়রানির শিকার হন। এবং বিভিন্নভাবে অর্থ নিয়ে যায় হ্যাকাররা। জিনের বাদশা সেজে রাতে মোবাইলে কল করে। বিভিন্ন লোভ দেখায়। অভিনব কায়দায় অর্থ নিয়ে যায়। এসব কিছু পেলে সাথে সাথে থানা পুলিশকে খবর দিবেন।

বক্তব্য শেষে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহকে না বলে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান ওসি।

সভায় সভাপতির বক্তব্যে ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এড. শহীদ উল্লা প্রধান বলেন, আমার ৪০ বছর শিক্ষকতার বয়সে এই প্রথম দেখলাম কোন অফিসার ইনচার্জ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অপরাধ দমন বিষয়ক সভা করে। শিক্ষার্থীদের অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানায় এবং অপরাধকে প্রতিরোধ করতে অনুপ্রেরণা জোগান।

সহকারী শিক্ষক ঢালী কামরুজ্জামান হারুনের উপস্থাপনা বক্তব্য রাখেন, সহ- প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, মাওলানা আমিনুল হক, ক্রীড়া শিক্ষক হায়দার আলী, সহ-শিক্ষক নূরুল আমিন, মাহবুবুর রহমান, ইব্রাহিম খান, মিজানুর রহমান প্রমুখ।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৯ পিএম, ১০ এপ্রিল ২০১৭, সোমবার
ডিএইচ

Share