চাঁদপুর ফরিদগঞ্জে কেন্দ্রিয় জামে মসজিদে (মধ্যবাজার মসজিদ) জুম্মার নামাজ আদায় শেষে শুভেচ্ছা বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেন, ‘আমাদের সন্তানদেরকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করতে হবে। কালিমা, নামাজ, রোজা, হজ্ব, যাকাত ইসলামের এই পাঁচটি স্তম্ভের উপর ভিত্তি করে কোরআন ও সুন্নাহর অনুসারী হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারলেই আমরা প্রকৃত মুসলমান্বিত লাভ করতে পারবো। এছাড়া আমাদের সবাইকে মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতন হতে হবে।’
এর পূর্বে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী ও জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মসজিদ কমিটির সদস্য আবুল কাসেম কন্ট্রাকটার, মুফতি আনোয়ার মোল্লা, সৈয়দ আহম্মেদ, জাকির হোসেন পাটওয়ারী সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ।
প্রতিনিধি:আতাউর রহমান সোহাগ