বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও নিন্ম আয়ের গরিব দুঃখীর খাদ্য নিরাপত্তার লক্ষে খোলা বাজারে ও.এম.এস ডিলারের মাধ্যমে চাল ও আটা বিক্রির কার্যক্রম পরিচালনা হয়ে আসছিলো। এ কার্যক্রমে সুযোগ-সুবিধা পেয়ে পণ্য কম মূল্যে কিনতে পেরে খুশি চাঁদপুরের খেটে খাওয়া মেহনতি মানুষ। সরকার এ কার্যক্রমটি ও.এম.এস ডিলারের মাধ্যমে তাদের কাছে পৌঁছানো ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে এই কার্যক্রমটি পরিচালনা করা হতো। তবে ডিলার নিয়োগ জটিলতায় ১লা জুলাই থেকে কার্যক্রমটি বন্ধ রয়েছে। যারফলে কার্যক্রমটি বন্ধ থাকায় বিপাকে পড়েছে চাঁদপুরের খেটে খাওয়া মানুষ। তারা অতি দ্রুত কার্যক্রমটি চালু করার দাবী জানান।
দিনমজুর রহিম হাওলাদার, জব্বার মাষ্টার, আসিয়া বেগমসহ কয়েকজন জানান, বাজার থেকে চাল কেনার সামর্থ নেই। কম দামে ডিলারের থেকে চাল ও আটা কিনে নেই, আজকে কতদিন তা বন্ধ। ২ বেলা ভাত ও ১ বেলা রুটি খাই। এর মধ্যে ডায়াবেটিস। সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। সরকার যেন অতি দ্রুত ওএমএস কার্যক্রম চালু করে আমাদেরকে বাঁচান।
তবে ও.এমএস নীতিমালা ২৪ অনুসারে নতুন ডিলার নিয়োগ না হওয়া পর্যন্ত পুরাতন ডিলার দ্বারা উক্ত কার্যক্রম পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা ও বিভিন্ন জেলায় উক্ত নির্দেশনার আলোকে উক্ত কার্যক্রম চলমান রয়েছে। শুধু চাঁদপুর জেলা ও.এমএস কমিটি এই নির্দেশনা পালনে ব্যতয় ঘটাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
চাঁদপুর জেলা খাদ্য কর্মকর্তা শংকর অধিকারী জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুন ২০২৫ এরপর পূর্বের ডিলাররা আর ওএমএস পন্য দিতে পারবে না। সেই মোতাবেক ১লা জুলাই থেকে ওএমএস কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সাধারণ জনগনের একটু কষ্ট হচ্ছে, তা আমরা বুঝতে পারছি। শিঘ্রই কমিটির সভাপতি জেলা প্রশাসকসহ কমিটির সকলের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কার্যক্রম চালু হবে।
নিজস্ব প্রতিনিধি
১১ জুলাই ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur