বিনোদন প্রতিবেদক :
বলিউডের আইনি নোটিশ পাওয়ার ধুম পড়েছে। সম্প্রতি এক সমাজকর্মীর আইনি নোটিশ পেয়েছিলেন আমির খান। এবার নোটিশের পাল্লায় পড়লেন সাবেক বিশ্ব সুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রায়।
ঝামেলাটা হয়েছে ঐশ্বরিয়ার নতুন সিনেমা নিয়ে। পাকিস্তানের জেলে মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় বন্দী সর্বজিৎ সিংহের জীবন নিয়ে বায়োপিক করেছেন ‘মেরি কম’খ্যাত পরিচালক উমাং কুমার। তাতে সর্বজিতের বোন দলবীর কৌরের ভূমিকায় অভিনয় করার কথা ‘হাম দিল দে সনম’খ্যাত এ তারকার৷
কিন্তু দলবীরের ধারণা এই সিনেমায় তার ভাইকে সঠিকভাবে তুলে ধরা হবে না। তাই নাম ঠিক না হওয়া সিনেমাটির প্রধান তারকা ঐশ্বরিয়া ও পরিচালককে আইনি নোটিশ পাঠিয়েছেন দলবীর।
সর্বজিতকে নির্দোষ প্রমাণ করতে দীর্ঘ আইনি লড়াই চালিয়েছিলেন দলবীর। সেটিই এ সিনেমার বিষয়বস্তু।
এর আগে ২০১৪ সালে পরিচালক সুভাষ ঘাইকে একই কারণে নোটিশ পাঠিয়েছিলেন দলবীর।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur