Home / উপজেলা সংবাদ / ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন
সাচার

ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন

উৎসবমুখর ও হিন্দু ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে ভারতীয় উপ-মহাদেশের দ্বিতীয় চাঁদপুরের কচুয়ায় সাচারে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৪তম রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রথযাত্রা উপলক্ষে শুক্রবার সকালে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার নাম জপ, কির্তন ও পুজো অর্চনা পালন করেন।

রথযাত্রাটি সাচার বাজার সংলগ্ন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে হাজার হাজার ভক্তবৃন্দ বিকাল ৫টায় রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে। আগামী ৯ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

রথযাত্রাটি শুরু হওয়ার পূর্বে রথ যাত্রা অনুষ্ঠানে জগন্নাথ মন্দির কমিটির সভাপতি বাবু বটু কৃষ্ণ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাছেম বিল্যাহ,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,সিনিয়র এএসপি আবুল কালাম চৌধুরী,ওসি মো. মহিউদ্দিন,ইউপি চেয়ারম্যান মনির হোসেন,রথ উদযাপন কমিটির সভাপতি বাসুদেব সাহা,সহ-সভাপতি সুকদেব গোস্বামী,সাধারন সম্পাদক অনিল ঘোষ নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ জুলাই ২০২২