ঐতিহ্যবাহী মাঝিগাছা মাওলানা মবিন উবির পুনরায় সভাপতি রাজীব আহমেদ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু। শনিবার বিদ্যালয় মিলনায়তনে সকল সদস্যদের উপস্থিতিতে, প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খানের সভাপতিত্বে সাধারন সভায় একমাত্র প্রার্থী হিসেবে তিনি এ পদে পুনরায় নির্বাচিত হন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মামুনুর রশিদ, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো: নিজাম মিঞা, বীর মুক্তিযুদ্ধা মো: শাহ আলম পাটওয়ারী, শাহীন পাটওয়ারী, হালিম পাটওয়ারী, রাশিদা বেগম, শিক্ষক প্রতিনিধি আব্দুল মান্নান,শরীফুল ইসলাম,নাজনীন আক্তার, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো: শহীদুল ইসলাম ভূঁইয়া, মফিজুর রহমান প্রধান, মিজানুর রহমান, যুবলীগ নেতা ইমরান প্রধান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিঞা মো: সোহেল, সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ দিকে বিজয় ঘোষনার পর ওই বিদ্যালয়ের পুনরায় নির্বাচিত সভাপতি, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই বিদ্যালয়টির সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। এই এলাকার সন্তান হিসেবে বিদ্যালয়ে ৪তলা বিশিষ্ট অত্যাধুনিক ভবন, আশ্রয়ন প্রকল্পসহ নানান উন্নয়নের মাধ্যমে এলাকাকে এগিয়ে নেয়ার চেষ্টা করছি।

বিশেষ করে এই বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমসহ শিক্ষার মান ধরে রেখে বিদ্যালয়টিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই।

এদিকে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় রাজীব আহমেদ রাজুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ অক্টোবর ২০২৩

Share