কচুয়া

ঐতিহ্যবাহী উজানী দরবারে মাহফিলের প্রস্তুতি সভা

চাঁদপুরের কচুয়ার প্রখ্যাত আলেমেদ্বীন মরহুম ক্বারী ইব্রাহীম (রহঃ) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিল উপলক্ষে আগামী ৪ ও ৫ জানুয়ারি (বৃহস্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হচ্ছে।

প্রতি বছরের ন্যায় এবারো দেশ-বিদেশের লাখো মুসল্লী এ ঐতিহাসিক মাহফিলে সমাগম হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এ উপলক্ষে বার্ষিক মাহফিল শান্তিপূর্ণ ভাবে সফলের লক্ষ্যে সোমবার (১১ ডিসেম্বর) মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা কার্যকরি কমিটির সভাপতি ফজলে ইলাহী পীরের সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওঃ আব্দুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, কচুয়া থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীরসহ মাহফিল পরিচালনা কমিটির সদস্য, মাদ্রাসা কার্যকরি কমিটির সদস্য ও মাহফিলের সাথে সম্পৃক্ত বিভিন্ন এলাকার গন্যমান্যরা উপস্তিত ছিলেন।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ৮:৩০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৭, সোমবার
ডিএইচ

Share