হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে পর পর ৩টি ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

হাজীগঞ্জের কৃতিমান পুরুষ,দানবীর ও প্রতিষ্ঠাতা ওয়াকিফ মরহুম আহমদ আলী পাটোয়ারী রহ.র এস্টেটের আওতাধীন আজ সোমবার হাজীগঞ্জে ঐতিহাসিক বড় মসজিদে পর পর ৩টি ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

এক মাস সিয়াম সাধনার পর আজ এল খুশির ঈদ। সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এবার হাজীগঞ্জে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আনন্দের দিন। মুসলমানদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব । রমজান মহান আল্লাহর পক্ষ থেকে রহমত,বরকত ও মাগফিরাতের সুসংবাদ নিয়ে আসে । মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার চেষ্টা চালান। পার্থিব জীবনে মুসলমানদের জন্য এটা অনেক বড় আনন্দের বিষয়। আরও আনন্দের বিষয় হচ্ছে মাহে রমজান শেষে খুশির ঈদ। কারণ এ ঈদ ফিতরা দিয়ে গরিবের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদ ধনী-গরিবের মধ্যে সু-সম্পর্ক সৃষ্টি করে।

এ ঈদুল ফিতরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদসহ সকল মসজিদ ও ঈদগায় আজ সোমবার সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদের আনুষ্ঠানিকতা। অনেক আগ থেকেই নির্ধরিত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে প্রথম জামাত সকাল ৭ টায়,২য় জামাত সকাল ৮ টায় এবং শেষ জামাত বেলা ১০ টায় অনুষ্টিত হয়।

ঈদুল ফিতরের জামাতে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপলো প্রশাসক মো. ইবনে আল জায়েদ,হাজীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ,হাজীগঞ্জের বিশিষ্ঠ শিক্ষাবিদ হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও হাজীগঞ্জ মডেল হাসপাতালের চেয়ারম্যান ড.আলমগীর কবির পাটওয়ারী,হাজীগঞ্জ মডেল হাসপাতালের কো-চেয়ারম্যান ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ,উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ডাক্তার,ইঞ্জিনিয়ার,উকিল,সাংবাদিক,ব্যবসায়ী ও স্কুল,কলেজ ও মাদ্রসার হাজার হাজার ছাত্র,হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ৩ শতাধিক কর্মকর্তা,কর্মচারী,কওমী শিক্ষক ও স্বেচ্ছাসেবক এবারের ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণ করেন।

মোতওয়াল্লী ও সমাজ বিজ্ঞানী প্রিন্স শাকিল আহমেদ তাঁর ব্যাক্তি মুঠোফোনে বলেন, ‘ মরহুম আহমদ আলী পাটোয়ারী রহ.র এস্টেটের আওতাধীন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স এর পক্ষ থেকে তিনটি ঈদের নামাজের জামাত আয়োজনে ব্যবস্থা ছিল অত্যন্ত চমৎকার ও সুপরিচ্ছন্ন। মুসল্লিদের নামাজ আদায়ের সকল প্রকার ব্যবস্থা ছিল অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন । আল্লাহর অশেষ মেহেরবাণীতে আবহাওয়া ভালো থাকায় জামাত আয়োজনে কোনো প্রকার ত্রুটি দেখা যায় নি। প্রতিটি জামাতে হাজার হাজার মুসল্লী অংশগ্রহণ করে। হাজীগঞ্জের ছোট-বড়-সকল ব্যবসায়ীসহ শিক্ষক,সাংবাদিক সকল পেশার মানুষ এ জামাতে অংশগ্রহণ করে। ’

তিনি আরো বলেন,‘ শতাব্দীকাল থেকেই এ অঞ্চলের মানুষের সেবা দিয়ে আসছে আহমেদ আলী পাটওয়ারী রহ.এস্টেট। প্রতি বছরের মত এবারও তারাবির নামাজের জন্য মসজিদের খতিবের পাশা-পাশি আরো দু’জন সদ্য নিয়োগকৃত স্বনামধন্য হাফেজ দিয়ে খতম তারাবি পড়ানো হযেছে। প্রতিদিন দু’শ থেকে ৩’শ মানুষ ইফতারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রমজানে দূর-দূরান্ত থেকে অনেক মুসলিগণ আসেন। তাই তাদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। সকলের নিকট দোয়া চাই-যাতে এভাবে সেবার মান ঠিক রাখতে পারি। ’

এদিকে হাজার হাজার মানুষ স্বাচ্ছন্দ্যভাবে জামাতে অংশগ্রহণ করে। এবারের পুরো রমজান মাসব্যাপি প্রত্যেক জামাতে ও আজানের সু-মধূর ধ্বনি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ব্যবস্থাপনায় লাইভ এর মাধ্যমে কার্য়ক্রম তুলে ধরা হয়েছে বলে সাধারণ মুসল্লীগণ ও সাধারণ মানুষ ঘরে বসেই মসজিদের কার্যক্রম দেখার সুযোগ লাভ করেছে। বিশেষ করে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের সকাল সাতটার, আটটার এবং শেষ জামাত দশটায় অনুষ্ঠিত প্রত্যেকটি ঈদের জামাত লাইভ আকারে তুলে ধরা হয়েছে ।

মসজিদের প্রথম জামাতে ঈদের নামাজ পড়ান হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও আহমদীয়া জামিয়া কাওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও.মো.আব্দুর রউফ এবং পরবর্তী জামাতগুলো হাফেজ মাও.আনাস আহমেদ এবং মাও. এমদাদুল হক নামাজ পড়ান ।

এদিকে সারাদেশের ন্যায় হাজীগঞ্জবাসীও নামাজ শেষে মুসল্লদের মধ্যে পরস্পর কুশল বিনিময়,কোলাকুলি,স্বজনের কবর জিয়ারত,আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি ঘুরে দেখা সাক্ষাৎ করে আজ সময় পার করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দেয়া হয়। এরপর থেকেই শুরু হয় সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময়। রেডিও-টেলিভিশনে,বেজে চলেছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কালজয়ী গান,‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।’

এ ছাড়া হাজীগঞ্জসহ চাঁদপুর জেলায় ও সারাদেশে ঈদগাহ ও পাড়া–মহল্লার জামে মসজিদগুলোতে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। সবমিলিয়ে মানুষ স্বাধীনভাবে,নিজেদের ইচ্ছামতো ধর্মীয় ও স্থানীয় সমৃদ্ধ সংস্কৃতির মেলবন্ধনে ঈদ উদযাপন করছে।

আবদুল গনি
৩১ মার্চ ২০২৫
এজি

Share