হাইমচর

ঐতিহাসিক ৭ মার্চে নীলকমল নৌ-পুলিশের আনন্দ উদযাপন

চাঁদপুর হাইমচর উপজেলার নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির আয়োজনের ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে সজাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপনে উপলক্ষে কেককাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ রোববার বিকালে হাইমচর উপজেলার নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি মাঠে নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ আঃ জলিলের পরিচালনায় প্রধান অতিথির বক্তবে চাঁদপুর জেলা নৌ-পুলিশের সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ হেলাল উদ্দিন আহম্মদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না হলে এ দেশ সৃষ্টি হতো না। তারই সোনার বাংলা এখন উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। তিনি বাঙ্গালী জাতির জন্য একজন আদর্শ মহাপুরুষ। তার অবদান আমরা কখনও ভূতে পারবো না। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় ডাঃ আঃ মালেক, মৎস্য আড়ৎদার নজরুল ইসলাম ফকিরপ্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি এসআই মোঃ শফিউল্লা, এএসআই আল আমিন, শাহআলম, পুলিশ সদস্যসহ স্থানীয় লোকজন। আলোচনা শেষে প্রধান অতিথি চাঁদপুর জেলা নৌ-পুলিশের সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ হেলাল উদ্দিন আহম্মদ কেক কাটেন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

প্রতিবেদক:মো.ইসমাইল,৭ মার্চ ২০২১

Share