Home / উপজেলা সংবাদ / হাইমচর / ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে হাইমচরে আলোচনা সভা
ঐতিহাসিক

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে হাইমচরে আলোচনা সভা

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ রোজ মঙ্গলবার ৯ টায় হাইমচর উপজেলা হলরুমে, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন,হাইমচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বারেক বকাউল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাফিজ আহাম্মেদ পাটওয়ারী, মুক্তিযোদ্ধা আঃ মান্নান বেপারী, হাইমচর মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবেরা খাতুন, পল্লী বিদ্যুৎ এ জি এম হাফিজুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহবুব রশিদ,হাইমচর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন। প্রানীসম্পদ অফিসার মানিক বিশ্বাসসহ উপজেলা অফিসার বৃন্দ।

সভাপতির বক্তব্যে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী বলেন,৭ ই মার্চ বাংঙ্গালী জাতির জন্য একটি ঐতিহাসিক দিন, এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসক্রস ময়দানে স্বাধীনতার ডাক দিয়েছেন যার জন্য আমরা পেয়েছি, একটি স্বাধীন বাংলাদেশ।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ৭ মার্চ ২০২৩