Home / সারাদেশ / কুমিল্লায় স্ত্রীর হাতে স্বামী খুন
Dead-Khun-Death

কুমিল্লায় স্ত্রীর হাতে স্বামী খুন

কুমিল্লায় দাউদকান্দিতে উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের মোবারকপুর গ্রামে স্ত্রীর হাতে স্বামী খুন এ ঘটনা ঘটে। সোমবার(০৮ অক্টোবর) রাতে জোহরা বাদশা মিয়ার হাত-পা বেঁধে ও গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে পালিয়ে যায়।

জানাযায়, ঘরে স্ত্রী রেখে ২য় বিয়ে করার জেরে দাম্পত্য কলহে স্ত্রীর হাতে খুন হল সিএনজি অটো রিকশা চালক বাদশা মিয়া।

পুলিশ জানায়, ‘তিতাস উপজেলার নয়াচর গ্রামের খলিল মিয়ার ছেলে বাদশা মিয়া দীর্ঘদিন ধরে মোবারকপুর গ্রামে ভাড়া বাড়িতে থেকে সিএনজি অটোরিক্সা চালাতো। স্ত্রী জোহরা বেগমকে রেখে পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার হীরামনি নামের এক মহিলাকে বিয়ে করায়, প্রথম স্ত্রী জোহরা বেগমের সাথে বাদশা মিয়ার সম্পর্কের অবনতি ঘটে। এনিয়ে দাম্পত্য কলহ শুরু হয়।’

মঙ্গলবার সকালে ব্যাপারটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরন করেছে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা

Leave a Reply