নিষেধাজ্ঞা মুক্তির আনন্দের রেশ না মিটতেই আরো এক বড় খুশির উপলক্ষ পেতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল।
তার স্ত্রী আনিকা তাসনিম অর্চির কোলজুড়ে খুব শীঘ্রই এক ফুটফুটে কন্যা সন্তান আসছে।
প্রথমবারের মতো পিতা হতে যাচ্ছেন টেষ্ট ক্রিকেটের অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। আগামী ৪ সেপ্টেম্বর তার সন্তান সম্ভবা স্ত্রী আনিকা তাসনিম অর্চি স্কয়ার হাসপাতালে ভর্তি হবেন। স্কয়ার হাসপাতালের গায়োনকোলিস্ট নারগিস ফাতেমার তত্বাবধানে আছেন আশরাফুল সহধর্মীনি।
বুধবার রাতে আশরাফুল বলেন, `প্রথম পিতা হতে যাচ্ছি, অনুভুতি সত্যিই অন্যরকম। আমি খুবই রোমাঞ্চিত।
উন্মুখ অপক্ষোয় আছি কখন আসবে সে শুভক্ষণ। সবার দোয়া চাই। আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের সহায় হোন।
: আপডেট, বাংলাদেশ সময় ১২:৩০ এএম, ১ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur