Home / আবহাওয়া / ‘এ বছর দেশে বড় ধরনের বন্যা হওয়ার ঝুঁকি রয়েছে’
‘এ বছর দেশে বড় ধরনের বন্যা হওয়ার ঝুঁকি রয়েছে’

‘এ বছর দেশে বড় ধরনের বন্যা হওয়ার ঝুঁকি রয়েছে’

চাঁদপুর জেলা আইনশঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (২০ জুলাই) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) বলেন, ‘একটি চক্র জঙ্গি হামলা চালিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চাইছে। তাই এ ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।’

দুর্যোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বছর দেশে বড় ধরনের বন্যা হওয়ার ঝুঁকি রয়েছে। তাই যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা যদি যার যার দপ্তরে সঠিকভাবে দায়িত্ব পালন করি তবে ২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিতে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হাইয়ের পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, পুলিশ সুপার শামসুন্নাহার, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।’

এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিবিন্ন দপ্তরের দায়িত্বরত অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]

: আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ২০ জুলাই ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply