এ শহরে মানবিকতা, ভালোবাসা কি তবে দিন দিন অধঃপাতেই যেতে থাকবে? শহর ঢাকার মানুষগুলো দিনদিন রুক্ষ আর কঠোর হয়ে উঠছে। তাঁদের সহনশীলতা কমে যাচ্ছে। কেউ কাউকে একটুখানি ছাড় দিতে প্রস্তুত নয়। তাই একের পর এক অসহনশীলতার চিত্র ভেসে আসছে চোখের সামনে।
ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক নারী রিক্সাচালকের ওপর চড়াও হয়েছেন। তিনি নিজেই ওই রিক্সার যাত্রী। দ্রুত রিক্সা না চালানোর কারণে তিনি চটেছেন।
ভিডিওতে রিক্সাচালকের ওপর মারমুখী দেখা যাচ্ছে তাকে। এক পর্যায়ে প্রকাশ্য দিবালোকে সবার সামনে রিক্সা থেকে নেমে চালকের গায়ে হাতও তোলেন তিনি। আবারো রিক্সায় উঠে হাতের ব্যাগ দিয়ে চালককে মারতে উদ্যত হন। ক্ষুব্ধ হয়ে তাকে লাথি ছুঁড়তেও দেখা গেছে।
এ ধরনের পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই উৎসুক মানুষের ভিড় জমে। সেখানেও তাই হয়েছে। এক পর্যায়ে সেখানে থাকা এক বয়স্ক লোকের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।
অনেকেই তার এমন আচরণের প্রতিবাদ করছিলেন। ভিডিওর শেষে দেখা যায়, বয়স্ক মানুষটির সামনে তিনি মারমুখী হয়ে নেমে এসেছেন। আর সেখানেই ভিডিওর ইতি ঘটেছে।
ভিডিওটি দেখে ফেসবুক ব্যবহারকারীরা নানা মন্তব্য করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তারা ওই নারীর এমন অভদ্র আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন।
https://www.facebook.com/Cyber71Bangladesh/videos/340875463406456/