সারাদেশ

এ ঈদে বেশি বোনাস পাবেন সরকারি চাকরিজীবীরা

ঈদকে সামনে রেখে আরো একটি সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা। ৫ % ইনক্রিমেন্টসহ এক মাসের মূল বেতন ও বোনাস পাবেন তারা। এর আগে ঈদের দিন হিসাব করে বোনাস দেয়া নিয়ে জটিলতায় পড়ে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়।

জানা যায়, আসন্ন ঈদুল আজহা ১ আগস্ট অনুষ্ঠিত হলে ২০২০-২১ অর্থবছরের নতুন বেতন স্কেল অনুযায়ী অতিরিক্ত ৫% বোনাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, ঈদুল আজহা যদি ৩১ জুলাই অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে তাদের পরবর্তী মাসের বেতন থেকে অতিরিক্ত ৫ % বোনাস কেটে নেওয়া হবে।

বুধবার ৮ জুলাই অর্থবিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। উপসচিব নাসিমা আক্তার স্বাক্ষরিত চিঠিতে ৫ % বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ও বোনাস প্রস্তুত করতে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে নির্দেশনা পাঠিয়েছে।

এর আগে ৬ জুলাই অর্থ বিভাগের সচিবের কাছে ‘বাংলাদেশ সচিবালয় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন’ ও ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ’ নতুন বেসিক অনুযায়ী বেতন-বোনাস-পেনশন সুবিধা চেয়ে আবেদন করেছিল।

জানা গেছে, আসন্ন ঈদুল আযহা ১ আগস্ট হলে বর্ধিত বোনাসে সরকারের অতিরিক্ত ব্যয় ১৩০ থেকে ১৪০ কোটি টাকা বাড়বে।

বার্তা কক্ষ , ৯ জুলাই ২০২০

Share