উজানী পীরের করব জিয়ারত করলেন এহছানুল হক মিলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় সারাদেশে ২৩২জন প্রার্থীর মাঝে দলীয় মনোনয়নপত্র চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবারো সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২০১৮ সালে দলীয় মনোনয়ন পাওয়া কেন্দ্রীয় বিএনপি’র সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াাজীকে পেছলে ফেলে চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ড. আ ন ম এহছানুল হক মিলন।

দলীয় মনোনয়ন ঘোষণার পর পর সোমবার সন্ধ্যায় কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলনকে বিজয়ী করার লক্ষ্যে আনন্দ উল্লাসে বিভিন্ন স্লোগান দেয়। বিশেষ নেতাকর্মীরা ড. আ ন ম এহছানুল হক মিলনকে ধানের শীষের প্রার্থী দেয়ায় তাঁকে মাথায় তুলে আনন্দ উল্লাস করেন।

এদিকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ড. আ ন ম এহছানুল হক মিলন দলীয় মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের নিয়ে মঙ্গলবার বিকেলে কচুয়ার উজানীর জামেয়া ইবরাহীমিয়া মাদ্রাসা সংলগ্ন শায়িত প্রখ্যাত আলেম মাও. মোবারক করিম (রা.) করব জিয়ারত করেন।

উল্লেখ্য যে, ড. আ ন ম এহছানুল হক মিলন ১৯৯৬-০০১ ও ২০০১-২০০৬ পর্যন্ত চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ছিলেন এবং ২০০১ সালের তৎকালীন চারদলীয় জোট সরকারের সময়ে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নকল প্রতিরোধে সারাদেশে ব্যাপক সুনাম অর্জন করেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,
৪ নভেম্বর ২০২৫