চাঁদপুর ফরিদগঞ্জের ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের উত্তর লক্ষীপুর দিঘিতে মাছের খাবার দিতে গিয়ে নৌকায় ডুবে এস এস সি পরীক্ষার্থীর লাশ উদ্ধার ও তার খালাতো ভাইকে জীবিত উদ্ধার করেছে ডুবরির দল।
১৪ মার্চ শনিবার রাত সাড়ে ৯ টা পর্যন্ত চাঁদপুর-নদী ফায়ার ষ্টেশনের ৪ সদস্য প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে নিখোঁজ একজনকে উদ্ধার করতে সক্ষম হয়।
নিহত এস এস সি পরীক্ষার্থী আরাফাত হোসেন হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা গ্রামের কাদির মাষ্টার বাড়ীর মনির হোসেনের ছেলে।
আরেকজন ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মমিন দুলালের ছেলে ফারুক হোসেন (২২) কে জীবিত উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পত্যক্ষদশী ইসমাইল হোসেন বলেন, নিহত আরাফাত ও আহত ফারুক আপন খালাতো ভাই। তারা শনিবার মাগরিবের নামাজের সময় মাছের খাবার দেওয়া অবস্থায় নৌকা ডুবে যায়।
এ সময় সাতার না জানায় এস এস সি পরীক্ষার্থী আরাফাত পানিতে ডুবে যায়। খালাতো ভাইকে উদ্ধার করতে গিয়ে এক প্রকার ফারুক হোসেনকে আমরা জীবিত উদ্ধার করে হাসপাতালে পাটিয়েছি।
চাঁদপুর নদী ফায়ার ষ্টেশনের লিডার মোসলিম মিয়াজী বলেন, খবর পেয়ে আমরা রাত সাড়ে ৭ টার দিকে ৪ সদস্য ডুবুরী ঘটনাস্থল পৌচেই। টানা ২ ঘন্টা অভিযান শেষে রাত সাড়ে ৯ টার দিকে এস এস সি পরীক্ষার্থী আরাফাত হোসেনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
এদিকে এ দূর্ঘটনার খবর শুনে আশপাশের কয়েক হাজার লোক ঘন্টার পর ঘন্টা দিঘির পাড়ে এক নজর দেখতে অপেক্ষমান দেখা যায়। পরে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিশ্চিতি স্বাভাবিক রাখার চেষ্টায় কাজ করেন।
এ ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে কান্নার রোল পড়তে দেখা যায়।
জহিরুল ইসলাম জয়,১৪ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur