রাজনীতি

‘এসি রুমে বসে মন্ত্রীত্ব করলে জনকল্যাণ হবে না’

সিরাজগঞ্জ: এয়ার কন্ডিশন (এসি) রুমে বসে মন্ত্রীত্ব করলে সে মন্ত্রীত্ব জনকল্যাণে আসবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১০ মে) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দরগার চর এলকায় এনায়েতপুর-শাহজাদপুর সড়ক পরিদর্শনকালে এক পথসভায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি এসময় আরো বলেন, জনগণের খুশির জন্য মন্ত্রী, মন্ত্রীর খুশির জন্য জনগণ নয়। মন্ত্রীদের রাস্তায় রাস্তায় জনগণের পাশে থেকে কাজ করতে হবে। যেসব মন্ত্রী এতো ব্যস্ততা দেখান, প্রোগ্রামের কথা বলেন, এগুলো আসলে ‘বোগাস’।

তিন মাসের মধ্যে শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়ক সংস্কারের ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, যে কথা দেবো সেটা রাখবো। অতীতে বহু মন্ত্রী কথা দিয়েছেন, কিন্তু কথা রাখেননি। জনগণের দাবির মুখে ভিত্তিপ্রস্তর স্থাপন করে বাহবা কুড়িয়েছেন। ভিত্তপ্রস্তরের পাথর ক্ষয়ে গেছে, রাস্তা হয়নি। শেখ হাসিনার সরকার কথা দেওয়ার জায়গা থেকে সরে এসেছে। এখন আমরা যেটা বলছি সেটাই করছি।

২০১৮ সালের মধ্যে সড়ক পথের বৈপ্লবিক পরির্তনের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল ও ফোর-লেন মহাসড়কের কাজ শেষ করা হবে।

আসছে ঈদে রাস্তা-ঘাটে জনগণের দুর্ভোগ বিগত কয়েক বছরের তুলনায় কম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয় নির্বাহী প্রকৌশলীকে অবিলম্বে রাস্তাগুলো মেরামতের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন সড়কে কোনো গর্ত দেখতে চাই না।

এসময় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভাগীয় প্রকৌশলী আবু রওশন, সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম হোসেন আলী হাসান ও শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

সড়ক পরিদর্শন ও পথসভার পর মন্ত্রী শাহাজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথের কাচারি বাড়িতে আয়োজিত তিনদিনের জন্ম জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন।

চাঁদপুর টাইমস ডেস্ক : আপডেট ১৫:২০ পিএম, ১০ মে ২০১৬, মোঙ্গলবার

এইউ

Share