এসির কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে বোরহান নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। এঘটনায় অজ্ঞাতপরিচয় আরেক যুবক আহত হয়েছেন।
১৩ মার্চ সোমবার বিকালে উপজেলা ২নং বাকিলা ইউনিয়নের স্বর্ণা গ্রামের সালামত উল্ল্যাহর বাড়িতে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা জানান, হাসপাতালে নেওয়ার পর বোরহানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোরহান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল মান্নান শেখের ছেলে। আহতকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।
নিহতের মামা ফরিদ বলেন, ‘পরিবারের একমাত্র ছেলে বোরহান। তাকে নিয়ে পরিবারের অনেক স্বপ্ন ছিল। তার মৃত্যুতে সবকিছু এলোমেলো হয়ে গেল। এসির কাজ করতে গিয়ে তিন তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন বোরহান। চিকিৎসক মৃত ঘোষণা করায় তাকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে।’
স্টাফ করেসপন্ডেট, ১৪ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur