চাঁদপুর

এসপি শামসুন্নাহারকে চাঁদপুর চেম্বার অব কমার্সের শুভেচ্ছা

জাতীয় পুলিশ প্যারেডে দ্বিতীয় বারের মতো নেতৃত্ব দেয়া এবং পুলিশের সর্বোচ্চ পুরুস্কার পিপিএম অর্জন করায় পুলিশ সুপার শামসুন্নাহারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চেম্বার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৭ ফেব্ররুয়ারি) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দরা এ শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জাহাঙ্গির আখন্দ সেলিম, সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, মো. সালাউদ্দিন মোহাম্মদ বাবর, রোটা. জামাল হোসেন, সাবেক পরিচালক আ. মালেক দেওয়ান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ৬: ৪০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share