Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / এসএসসি শীর্ষে হাজীগঞ্জ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
result-
ফাইল ছবি

এসএসসি শীর্ষে হাজীগঞ্জ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও ভোকেশনাল মিলে মোট জিপিএ ৫ পেয়েছেন ৪৬৪ জন। তার মধ্যে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে ৮৯ জন জিপিএ ৫ পেয়ে উপজেলা শীর্ষ স্থান অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩২২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তির্ন হয়েছে ৩১১ জন, পাশের হার ৯৭ শতাংশ।

এদিকে ৮৫ জন জিপিএ ৫ পেয়ে উপজেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। ২০১ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হলেও জিপিএ ৫ কিছুটা পিছিয়ে রয়েছে। ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৬ জন উত্তির্ন হয়ে পাশের হারে পিছিয়ে থাকলেও ২৪ জন এ+ পেয়ে তৃতীয় অবস্থান ধরে রাখেন বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়। তাছাড়া পৌর এলাকার আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৫ জন উত্তির্ন হয়ে ১৬ জন জিপিএ ৫ পেয়ে উপজেলা চতুর্থ অবস্থান ধরে রাখেন প্রাচীন এ প্রতিষ্ঠানটি।

উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে রাজারগাঁও পীর বাদশা মিয়া বালিকা বিদ্যালয় ও রামপুর আলবান্না বালিকা উচ্চ ববদ্যালয়। তবে শতভাগ পাশ করলেও নেই কোন জিপিএ ৫।

এদিকে শতভাগ পাশ না করলেও জিপিএ ৫ পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাকিলা উচ্চ বিদ্যালয়ে ১৭ জন, আলকাউসার উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ে ৮ জন, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে ৬ জন, পালিশারা উচ্চ বিদ্যালয়ে ৭ জন, রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে ২ জন, রামচন্দ্রপুর ভুঁইয়া একাডেমি ১৮ জন, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে ১৩ জন, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ে ৫ জন, নাসির কোর্ট উচ্চ বিদ্যালয়ে ৪ জন, বড়কূল বালিকা থেকে ৪ জন, রামপুর উচ্চ বিদ্যালয়ে ১৬ জন, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে ১২ জন, মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে ৩ জন, টংগীরপাড় উচ্চ বিদ্যালয়ে ২ জন, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে ১ জন, বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে ৫ জন, প্যারাপুর উচ্চ বিদ্যালয়ে ৮ জন, বলিয়া উচ্চ বিদ্যালয়ে ১৫ জন, বড়কূল রামকানাই উচ্চ বিদ্যালয়ে৭ জন, দেশগাঁও জয়নাল আবেদীন থেকে ৪ জন, মালিগাঁও উচ্চ বিদ্যালয়ে ১ জনসহ মোট মাধ্যমিক বিদ্যালয়ে এ বছর এ+ পেয়েছেন ৪০১ জন। আর বাকি ৬৩ জন মাদ্রাসা ও ভোকেশনাল থেকে জিপিএ ৫ অর্জন করেছেন।

হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ ফলাফলের বিষয় নিশ্চিত করে সন্তুষ্ট প্রকাশ করেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১৩ মে ২০২৪