সারাদেশ

এসএসসি পরীক্ষায় নকল রোধে বসছে আধুনিক প্রযুক্তি

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বন রোধ করতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে বলে জানা গেছে। এসব যন্ত্রের মধ্যে রয়েছে ম্যাগনেট অপ্টিক ও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। এসব প্রযুক্তি দিয়ে অসদুপায় অবলম্বনকারীদের শনাক্ত করা যাবে।

আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা। এই পরীক্ষা সামনে রেখেই এসব পদক্ষেপ হাতে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশ।

শুধু নকল নয়, এবার প্রশ্নপত্র ফাঁস রোধেও সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিট। প্রশ্নপত্র ফাঁস ও গুজব রোধে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়িয়েছে। এরই মধ্যে ১০ সদস্যের টিম প্রশ্নফাঁসকারী ফেসবুক গ্রুপ ও পেজকে অনুসরণ করছে।

সোশ্যাল মিডিয়ায় প্রশ্নফাঁসকারী ও গুজব রটনাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে সাইবার ইউনিট ও গেয়েন্দা পুলিশের সমন্বয়ে ১০টি স্পিয়ার হিট টিমও গঠন করা হয়েছে। (কালের কন্ঠ)

বার্তা কক্ষ
১৭ জানুয়ারি,২০১৯

Share