চাঁদপুরসহ সারাদেশে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। চলতি শিক্ষাবর্ষে চাঁদপুর জেলার ৮টি উপজেলায় এসএসসি ও সমমানের ৭২টি কেন্দ্রে ৪১ হাজার ১৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
সারাদেশ ব্যাপী শুরু হওয়া এসএসসি ও দাখিল পরিক্ষার প্রথম দিনে হাইমচরে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। অভিভাবক ও বহিরাগতরা যেন পরিক্ষা কেন্দ্রের নির্ধারিত সিমানায় প্রবেশ করতে না পারে সে জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
১৪ নভেম্বর রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হাইমচর উপজেলায় এসএসসি ও সমমানের পরিক্ষা হল পরিদর্শন করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভূমি কমিশনার আবদুল্লাহ আল ফয়সাল, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মীর হোসেন, কেন্দ্র সচিব মো: ফজলুর হক প্রধান শিক্ষক হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, হল সুপার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, দায়িত্ব প্রাপ্ত ছিলেন উপজেলা একটি বাড়ি একটি খামার এর সমন্বয়কারী জিল্লুর রহমান জুয়েল।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে হাইমচরে একটি কেন্দ্রে রয়েছে যার মধ্যে কেন্দ্র সচিব দায়িত্ব পালন করেন গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রায়াসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদী, হল সুপার আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রায়াসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকী, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এ বছরে ৫টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে হাইমচরে ৩ কেন্দ্রে হলো এসএসসিতে পরিক্ষাথী ১০৪৬ জন, অনুপস্থিত ৩, উপস্থিতি ১০৪৩, ছাত্র ৪০৫, ছাত্রী ৬৪১,মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে ১টি কেন্দ্র, দাখিল পরিক্ষায় ৩০৭ জন ও ভোকেশনাল ১টি শাখায় পরিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিবেদক: বিএম ইসমাইল, ১৪ নভেম্বর ২০২১