Home / চাঁদপুর / এসএসসি পরীক্ষায় চাঁদপুরে বহিস্কার ৮ : অনুপস্থিত ৪৩

এসএসসি পরীক্ষায় চাঁদপুরে বহিস্কার ৮ : অনুপস্থিত ৪৩

২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় চাঁদপুরে বহিস্কার ৮ জন ও ৪৩ জন অনুপস্থিত থাকার খবর পাওয়া গেছে। জেলার ৬৬টি কেন্দ্রে ৩২ হাজার ৯শ’ ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ হাজার ৯শ’ ৬ জন অংশগ্রহণ করে।

মঙ্গলবার কুমিল্লা বোর্ডের ৩৮টি কেন্দ্রে গণিত বিষয়ে ১১ হাজার ২শ’ ৬৩ জন ছাত্র ও ১৪ হাজার ৪শ’ ২৭ ছাত্রী অংশগ্রহন করে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১৮টি কেন্দ্রে সাধারণ গণিত বিষয়ে ২ হাজার ৭শ’ ৯৭ ছাত্র ও ৩ হাজার ৩শ’ ৬২ জন ছাত্রী অংশগ্রহণ করে। কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল ১০টি কেন্দ্রে ট্রেড-১ বিষয়ে ৭শ’ ২১ জন ছাত্র ও ৩শ’ ৩৬ জন ছাত্রী অংশগ্রহণ করে। এদের মধ্যে ৪৩ জন অনুপস্থিত থাকে।

এদিকে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সাধারণ বিভাগের ছাত্র রাশেদুজ্জামান (রোল নং-২৬৫১১৫)কে একই কেন্দ্রের হাসিমপুর আলিম মাদ্রাসার সাধারণ বিভাগের ছাত্র মোঃ ওমর ফারুক (রোল নং- ২৬৫০৪৪)কে, সাড়ে পাঁচ আনি হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার সাধারণ বিভাগের ছাত্র আল মাহমুদ (রোল নং- ২৬৪৯৩১)কে, রসুলপুর চান বক্স দাখিল মাদ্রাসার সাধারণ বিভাগের ছাত্র মোঃ ওমর ফারুক (রোল নং- ২৬৪৮৯২)কে, দশানী দারুল উলুম ফাজিল মাদ্রাসার সাধারণ বিভাগের ছাত্রী সাথী (রোল নং- ২৬৫০৭১) কে, কেন্দ্রস্থিত মাদ্রাসার সাধারণ বিভাগের ছাত্র মোঃ রকিবুল ইসলাম (রোল নং- ২৬৪৯৫২)কে এবং একই উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চরপাথালিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী সাপি আক্তার (রোল নং- ৫৮৫৫৫৩)কে এবং কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাছিয়ারা উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র আজমীর হোসেন (রোল নং- ৫৮১৪৭১)কে অসদুপায় অবলম্বনের কারণে বহিস্কার করা হয়েছে।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস

|| আপডেট: ০৯:১৬ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার

এমআরআর