চাঁদপুরে বিদ্যুৎস্পষ্ট হয়ে নাঈম হাওলাদার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। ১২ জুলাই সোমবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারস্থ তাফালিং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম হাওলাদার ধনপদ্দি গ্রামের বিল্লাল হাওলাদারের বড় ছেলে। সে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্বজনরা জানায়, নিহত নাঈম হাওলাদার পাশ্ববর্তী তাফালিং বাজার এলাকার লোকমান হোসেনের বিল্ডিংয়ের বৈদ্যুতিক কাজ করতে যায়। এসময় সে উক্ত বিল্ডিংয়ের একটি লাইটের সুইচ লাগাতে গেলে বৈদ্যুতিক শর্ট শার্কিটে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।
এ অবস্থায় বাড়ির মালিক সহ তাঁর সাথে থাকা লোকজন তাঁকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুর হোসাইন বান্না তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নাঈমের সাথে আসা লোকজন জানান, নাঈম দরিদ্র পরিবারের সন্তান। অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করার জন্য পড়ালেখার পাশাপাশি সে শখের বর্শবতী বৈদ্যুতিক কাজ শিখে মাঝে মধ্য কাজ করতো। মোটামুটি তরুণ হিসেবে সে ভালো বিদ্যুৎ টেকনিশিয়ান হিসেবে সুনাম রয়েছে। কিন্তু এমন দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে শোকস্তব্দ পরিবার ও গোটা এলাকাবাসী ।
এদিকে এলাকাবাসী আরো জানান, নিহত নাঈম মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলো।
প্রতিবেদক:কবির হোসেন মিজি, ১২ জুলাই ২০২১