Home / সারাদেশ / এসএসসি’র ১২ পাঠ্যবই পরিমার্জন ও পরিবর্তনের সিদ্ধান্ত

এসএসসি’র ১২ পাঠ্যবই পরিমার্জন ও পরিবর্তনের সিদ্ধান্ত

এসএসসি পর্যায়ের ১২টি পাঠ্যবই পরিমার্জন ও পরিবর্তনের মাধ্যমে সহজ করা হচ্ছে। একই সঙ্গে যেসব পাঠ্যবইয়ে হেফাজত ইসলামের পরামর্শ নিয়ে পরিবর্তন করা হয়েছে সেগুলোও পর্যালোচনা করা হবে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল ) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ সব তথ্য জানান।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, যুগের সঙ্গে সঙ্গতি রেখে এসএসসি পর্যায়ের ১২টি বই পর্যালোচনা করে সহজ, সাবলীল করার কাজ চলছে। প্রয়োজনে ছোট করা হবে। বইগুলি হলো- বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বাংলাদেশ ও বিশ্ব সভ্যতার ইতিহাস, গণিত, উচ্চতর গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, অর্থনীতি ও হিসাব বিজ্ঞান। একেকজন শিক্ষাবিদের তত্ত্বাবধানে এসব বই পরিমার্জনের কাজ হবে।

মন্ত্রী আরো জানান, ১২টি বই আরো উন্নত, মার্জিত ও সহজবোধ্য করে ২০১৮ সালে শিক্ষার্থীদের দেয়া হবে । আমাদের পাঠ্যবই নিয়ে আরেকটা বড় অভিযোগ- এটার মানসর্ম্পকে ও বোঝার সর্ম্পকে। সেগুলোকে আরো সহজ ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করা হবে। এ ক্ষেত্রে আমরা ১২টি বই চিহ্নিত করেছি।

এ ছাড়া কারিকুলাম, পরীক্ষা পদ্ধতি, ফলপ্রণয়ন পদ্ধতিসহ অন্যান্য দিক পর্যালোচনা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের মূল লক্ষ্য-শিক্ষা ব্যবস্থা অপেক্ষাকৃত উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া। সে লক্ষ্যে শিক্ষাবিদ ও দেশের বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি শিক্ষার মানোন্নয়ন, সংস্কার, সমস্যা চিহ্নিত করা ও সমাধানের পরামর্শ দিচ্ছে।’

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় শুরু হয়ে এ বৈঠক দুই ঘণ্টা স্থায়ী হয়। এতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.ফরাস উদ্দিন আহম্মেদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড.মুহম্মদ জাফর ইকবাল,অধ্যাপক মো.আখতারুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ প্রমুখ। সূত্র : দৈনিক ইত্তেফাক

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ১১ :৩০ পিএম,২৮ এপ্রিল ২০১৭, শুক্রবার
এজি

Leave a Reply