এসএসসির সিলেবাস আরও ছোট হচ্ছে। ২৫-৩০ শতাংশ কমানো সিলেবাসও প্রত্যাশিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না। শিক্ষকদের পক্ষ থেকে এমন পরামর্শ আসায় সিলেবাস ছোট করার এই সিদ্ধান্ত হয়েছে।
গত সোমবার প্রকাশিত এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস বৃহস্পতিবারের মধ্যেই প্রত্যাহার করে নেওয়া হবে। নতুন সংক্ষিপ্ত সিলেবাস আগামী সপ্তাহের মধ্যে প্রণয়ন করা হবে। পাশাপাশি এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাসও তৈরি করা হবে একইসময়ে মধ্যে। প্রস্তাবিত সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে এসএসসির ৬০ আর এইচএসসির ৮৪ কর্মদিবসের মধ্যে শেষ করার কৌশল অনুসরণ করা হবে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করেন। এতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, এনসিটিবি চেয়ারম্যান নারায়ন চন্দ্র সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা থেকে এনসিটিবিকে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে পুনর্বিন্যস্ত সিলেবাস শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।
ঢাকা ব্যুরো চীফ,২৮ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur