Home / শিক্ষাঙ্গন / এসএসসির ফল প্রকাশ কাল
উল্লাসিত শিক্ষার্থীরা (ফাইল ছবি)

এসএসসির ফল প্রকাশ কাল

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে কাল শুক্রবার ২৮ জুলাই। ওইদিন সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর,পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানতে পারবে।

এছাড়া মোবাইল ফোনে এসএমএমের মাধ্যমেও ফলাফল জানা যাবে। মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ—SSC DHA 123456 2021 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ—DAKHIL MAD 123456 2021 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।

গত ৩০ এপ্রিল শুরু হয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয় ২৮ মে। সাধারণত দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। এবারও তাই হচ্ছে। এবার এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

চাঁদপুরে সাড়ে ৩৬ হাজার পরীক্ষার্থী ফলাফল প্রত্যাশী

চাঁদপুরের সকল উপজেলা সদরে ৭৪ কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় সাড়ে ৩৬ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। চাঁদপুরসহ সারাদেশের ন্যায় চাঁদপুরের সকল উপজেলায় ৩০ এপ্রিল ২০২৩ রোববার এ পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা শুরু হয়েছিল। চলতি ২০২৩ শিক্ষাবর্ষে চাঁদপুরে ৮ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষায় ৩৬ হাজার ৫শ ২৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। কেন্দ্র ৭৪ টি।

চাঁদপুরের ৮ উপজেলায় ৭৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৬ হাজার ৫শ’২৩ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭ হাজার ৯ জন ও কেন্দ্র ৪৫ টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ৭ শ’৩৪ জন এবং কেন্দ্র ১৯টি ও এসএসসি ভোকেশনাল ১০টি কেন্দ্রে ১ হাজার ৭ শ’ ৭১ জন।

২৬ জুলাই ২০২৩
এজি