শিক্ষাঙ্গন

এসএসসিতে শতভাগ পাশে চাঁদপুরে সেরা হাসান আলী

সারা দেশের ন্যায় চাঁদপুরেও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার চাঁদপুরের শিক্ষা-প্রতিষ্ঠানগুলো সন্তোসজনক ফলফাল অর্জন করেছে।

কুমিল্লা বোর্ডের প্রকাশিত ফলাফলে এবার চাঁদপুর জেলায় শীর্ষস্থানে রয়েছে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয়ের সর্বমোট ২৫৭জন পরিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ কৃতকার্য হয়। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯৩ জন। এছাড়া এ-গ্রেড পেয়েছে ১২৫ জন।

২য় স্থানে রয়েছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে এবছর সর্বমোট ২৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয় ২৭৮জন এবং অকৃতকার্য হয় ০২ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১০২টি। এছাড়া এ-গ্রেড পেয়েছে ১৭৬। পাশের হার ৯৯ দশমিক ২৯ শতাংশ।

৩য় স্থানে রয়েছে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ। এ বিদ্যালয় থেকে এবছর সর্বমোট ৫৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয় ৫৭০জন এবং অকৃতকার্য হয় ২২জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১১৮ জন। এছাড়া এ গ্রেড পেয়েছে ২৫০ জন। পাশের হার ৯৬ দশমিক ২৮ শতাংশ।

তবে জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে প্রথম স্থানে রয়েছে আল আমিন একািডেমী স্কুর এণ্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ১১৮ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ ৫।

চোঁদপুর টাইমস রিপোর্ট

Share