মতলব দক্ষিণ

এসএসসিতে প্রথম দিনে অনুপস্থিত ৮

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ হাজার ৬শ ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে মতলবগঞ্জ জে,বি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ছিল ৪ জন।

২ ফেব্রুয়ারি সারা দেশের ন্যায়ে মতলব দক্ষিণে এসএসসিতে বাংলা ১ম পত্র, এসএসসি ভোকেশনালের বাংলা পরীক্ষা ও দাখিলে কোরআন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ক’টি কেন্দ্র ঘুরে দেখা যায়, উপজেলা সদরের মতলবগঞ্জ জে,বি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, নারায়ণপুর পুপলার উচ্চ বিদ্যালয় কেন্দ্র, আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং দাখিলের মতলব দারুল উলুম ইসলামিয়া ফাযিল মাদরাসা কেন্দ্র ও ঘিলাতলী ফাযিল মাদরাসা কেন্দ্র ও আশপাশের পরিবেশ ছিল শান্তিপূর্ণ।

একাধিক কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্র্যাট শহিদুল ইসলামসহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেবৃন্দ।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ৫: ৩০ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share