চাঁদপুরের শাহরাস্তিতে এবারের ২০২১ সালের এসএসসির পরীক্ষায় ৫টি কেন্দ্রে ৩৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এতে ৩ হাজার ৪শ ১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ৪শ ১৩জন কৃতকার্য হয়। যার পাসের হার ৯৭.৬৫ভাগ। ওই ফলাফলে শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২শ ৬০জন, এরমধ্যে ১০ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাশ করে।
৩৪টি বিদ্যালয়ের ফলাফল নিন্মরুপ- শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে ১৫৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৫৩জন, জিপিএ-৫ পেয়েছে ১৬জন, পাসের হার ৯৮.৭১ ভাগ ।
বাদিয়া এম হক উঃবিঃ হতে ১০০জনে ৯৮, জিপিএ-৫ পেয়েছে ৫জন, পাসের হার ৯৮ ভাগ। নিজমেহার মডেল পাইলট উঃবিঃ হতে ১১০ জনে ১০৯জন, জিপিএ-৫ পেয়েছে ১৫জন,পাসের হার ৯৯.০৯ ভাগ। মেহার উঃবিঃ হতে ৮৫জনে ৮৪জন, জিপিএ-৫ পেয়েছে ৮জন, পাসের হার ৯৮.৮২ভাগ।পঞ্চগ্রাম আজিজুর রহমান উ:বি উঃবিঃ হতে ৯৪ জনে ৯২জন,জিপিএ-৫ পেয়েছে ১৪জন,পাসের হার ৯৭.৮৭ ভাগ। সুয়াপাড়া গোলাম কিবরিয়া (জি.কে)উঃবি উঃবিঃ হতে ২০৩ জনে ১৯৩জন, জিপিএ-৫ পেয়েছে ২১জন,পাসের হার ৯৫.০৭ ভাগ। শাহরাস্তি মডেল স্কুল হতে ৩৭ জনে ৩৭জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার ১০০ ভাগ। নোয়াগাঁও উঃবিঃ হতে ৪৪ জনে ৪৪জন, জিপিএ-৫ পেয়েছে ১জন,পাসের হার ১০০ভাগ। বানিয়াচৌ জয়নব বানু(জেবি) উ:বি: হতে ১৫৯ জনে ১৪৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন,পাসের হার ৯৩.০৮ ভাগ। দেবকরা মারগুবা ডক্টও মোহাম্মদ শহীদুল্লাহ মেমোরিয়াল উঃবিঃ হতে৭৬জনে ৭৪ জন, পাসের হার ৯৭.৩৭ ভাগ।
উনকিলা উঃবিঃ হতে ১০৩জনে ১০২জন, জিপিএ-৫ পেয়েছে ১২জন, পাসের হার ৯২৯.০৩ভাগ। বেরনাইয়া উঃবিঃ হতে ৭৪ জনে ৭২জন, জিপিএ-৫ পেয়েছে ১০জন,পাসের হার ৯৭.০৩ভাগ। বিজয়পুর উঃবিঃ হতে ৭৯জনে ৭৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন,পাসের হার ১০০ভাগ। ফটিকখিরা সালামত উল্লাহ আমেনা(এসে,এ) বালিকা উঃবিঃ হতে ২৫ জনে ২৫জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন, পাসের হার ৯৩ ভাগ। চিতোষী ( আর এম) উঃবিঃ হতে ১৪৭ জনে ১৪৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৯জন, পাসের হার ৯৯.৩২ ভাগ। মনিরা আজিম একাডেমী হতে ৪২ জনে ৪১জন, পাসের হার ৯৭.৬২ ভাগ। পঞ্চনগর আইডিয়াল হাই স্কুল হতে ১৩৯জনে ১৩৮জন, জিপিএ-৫ পেয়েছে ৬জন,পাসের হার ৯৯.২৮ ভাগ। উঘারিয়া ইউনিয়ন কাউন্সিল (ইউপি) উঃবিঃ হতে ৯৩জনে ৯৩ জন,জিপিএ-৫ পেয়েছে ৮জন, পাসের হার ১০০ভাগ। ফরিদ উদ্দিন উঃবিঃ হতে ৯২ জনে ৯২জন, জিপিএ-৫ পেয়েছে ১৭জন, পাসের হার ১০০ ভাগ। খেড়িহর আদর্শ উঃবিঃ হতে ১১৪ জনে১১১জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, পাসের হার ৯৭.৩৭ভাগ। রাগৈ উঃবিঃ হতে ১৫৭জনে ১৫৭জন,জিপিএ-৫ পেয়েছে ১৫জন,পাসের হার ১০০ ভাগ। দক্ষিণ সুচিপাড়া ইউনিয়ন উঃবিঃ হতে ৯৫জনে ৯৫জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন, পাসের হার ১০০ ভাগ। সুচিপাড়া উঃবিঃ হতে ২০৭ জনে ১৯৮জন, জিপিএ-৫ পেয়েছে ১০জন, পাসের হার ৯৫.৬৫ ভাগ। । চেড়িয়ারা উঃবিঃ হতে ৯১ জনে ৯১জন, জিপিএ-৫ পেয়েছে ৬জন, পাসের হার ১০০ভাগ। ধামরা আদর্শ উঃবিঃ হতে ৭১জনে ৬৭জন, জিপিএ-৫ পেয়েছে ০৩জন, পাসের হার ৯৪.৩৭ভাগ।ইছাপুরা আদর্শ উঃবিঃ হতে ৯৯জনে ৯৯জন, জিপিএ-৫ পেয়েছে ০২জন, পাসের হার ১০০ভাগ। টামটা আদর্শ উ: বি: হতে ১১৭জনে ১১৬জন, জিপিএ-৫ পেয়েছে ৯জন, পাসের হার ৯৯.১৫ ভাগ। বলশীদ হাজী আকুব আলী উঃবিঃ হতে ১২০জনে ১১৮জন,জিপিএ-৫ পেয়েছে ০৬জন ,পাসের হার ৯৮.৩৩ ভাগ। হোসেনপুর বালিকা উ:বি: হতে ৩৮জনে ৩৩জন, পাসের হার ৮৬.৮৪ ভাগ ।
ওয়ারুক রহমানিয়া উঃবিঃ হতে ২৩৬জনে ২৩৩জন, জিপিএ-৫ পেয়েছে ৩৪জন ,পাসের হার ৯৭.৭৩ ভাগ। জনতা উঃবিঃ হতে ১৩১জনে ১১৫জন, জিপিএ-৫ পেয়েছে ০২জন, পাসের হার ৮৭.৭৯ভাগ। খিলা বাজার স্কুল এন্ড কলেজ হতে ১৩৭জনে ১৩৬জন, জিপিএ-৫ পেয়েছে ১২জন, পাসের হার ৯৯.২৭ভাগ। মৌলভী আকরাম আলী মজুমদার উঃবিঃ হতে ২৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৪ কৃতকার্য হয়, তাদের পাশের হার ৯৬ ভাগ।
এছাড়া এসএসসির ১মাত্র ভোকেশনাল কেন্দ্র নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে ৭৯ জন শতভাগ পাস করেন ।
শাহরাস্তিতে ২টি দাখিল কেন্দ্রে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬শ ৬৭জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এতে কৃতকার্য হয়েছে ৬শ ৫৫জন শিক্ষার্থী। যার মধ্যে জিপিএ-৫ পায় ২৯জন শিক্ষার্থী। শতভাগ পাস করেছে ১৩টি মাদ্রাসার শিক্ষার্থীরা।
মাদ্রাসাঃ কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা ৪৬ হতে ৪৬ জন শিক্ষার্থী শতভাগ পাশ করে যার মধ্যে জিপিএ ৫ পায় ১ জন। আলহাজ সিরাজ উদ্দিন চৌধুরী মহিলা দাখিল মাদ্রাসা২৪ হতে ২৪ শিক্ষার্থী শতভাগ পাশ করে যার মধ্যে জিপিএ ৫ পায় ৯ জন। দৈয়ারা দারুুসুন্নাত মবিনিয়া নেসারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা৩৪ হতে ৩৪ শিক্ষার্থী শতভাগ পাশ করে, পাথৈর ইসলামিয়া দাখিল মাদ্রাসা২০ হতে ২০ শিক্ষার্থী শতভাগ পাশ করে, পেরুয়া কাদেরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা৪১ হতে ৪১ শিক্ষার্থী শতভাগ পাশ করে যার মধ্যে জিপিএ ৫ পায় ১ জন। দর্শনা পাড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা১৮ হতে ১৮ শিক্ষার্থী শতভাগ পাশ করে । রহমানিয়া নুরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা৩১ হতে ৩১ শিক্ষার্থী শতভাগ পাশ করে ।
শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা৪০ হতে ৪০ শিক্ষার্থী শতভাগ পাশ করে, যার মধ্যে জিপিএ ৫ পায় ৮ জন।
আহমেদনগর আব্দুল আজিজ আলিম মাদ্রাসা৩১ হতে ৩১ শিক্ষার্থী শতভাগ পাশ করে । শেখ ফজিলাতুন্নেছা মহিলা আলিম মাদ্রাসা৩৮ হতে ৩৮ শিক্ষার্থী শতভাগ পাশ করে যার মধ্যে জিপিএ ৫ পায় ৩ জন। পরানপুর ফাজিল মাদ্রাসা৩৫হতে ৩৫ শিক্ষার্থী শতভাগ পাশ করে যার মধ্যে জিপিএ ৫ পায় ১ জন। নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা৩৬ হতে ৩৬ শিক্ষার্থী শতভাগ পাশ করে ।
যাদবপুর মজিবুর রহমান মৃধা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৩০ হতে ২৯ শিক্ষার্থী শতভাগ পাশ করে । মাদরাসাতুল নবাবী খামপাড় দাখিল মাদ্রাসা ২২ হতে ২১ শিক্ষার্থী শতভাগ পাশ করে । টাম্পা দাখিল মাদ্রাসা ২৯ হতে ২৮ শিক্ষার্থী শতভাগ পাশ করে যার মধ্যে জিপিএ ৫ পায় ৪ জন। কাদরা কর্ণপাড়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা ২০ হতে ১৭ শিক্ষার্থী শতভাগ পাশ করে ।
রাগৈ ইসলামিয়া দাখিল মাদ্রাসা১৮ হতে ১৭শিক্ষার্থী শতভাগ পাশ করে , চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসা ৩৪ হতে ৩৩ শিক্ষার্থী শতভাগ পাশ করে , রাজাপুরা আলামিন ফাজিল মাদ্রাসা৪২ হতে ৪০ শিক্ষার্থী শতভাগ পাশ করে , ভোলদীঘি কামিল মাদ্রাসা ৪০ হতে ৩৮ শিক্ষার্থী শতভাগ পাশ করে, যার মধ্যে জিপিএ ৫ পায় ২ জন।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন