চাঁদপুর মডেল থানার সাবেক সেকেন্ড অফিসার ও বর্তমান পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মাহবুবুর রহমান মোল্লা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন।
রোববার পুলিশ সদর দপ্তর থেকে পদোন্নতির আদেশ এসে পৌঁছে।
মাহবুবুর রহমান মোল্লা ২০০৫ সালে পুলিশ বিভাগে যোগদান করেন। তিনি সুনামের সাথে ঢাকা মিরপুর কাফরুল থানা, ঢাকা ডিবি, রাঙ্গামাটি ও নোয়াখালীতে চাকুরি করেছেন। এছাড়াও তিনি নোয়াখালীর সোনাইমুড়ি থানায় ও চাঁদপুর মডেল থানায় সেকেন্ড অফিসারের দায়িত্ব পালন করেন।
চাঁদপুর মডেল থানায় সেকেন্ড অফিসার থাকাবস্থায় মাদক ও ইভটিজিং বিরোধী আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনারে ভূমিকা রেখেছিলেন। পরে মডেল থানা থেকে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে যোগদান করে সেখানে মাদক বিরোধী কর্মকান্ড অব্যাহত রাখেন। তার নেতৃত্বে পুরাণবাজার এলকায় অনেকগুলো মাদক প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে।
মোঃ মাহবুবুর রহমান মোল্লার পিতার নাম আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা এবং মায়ের নাম মনোয়ারা বেগম। ৪ ভাই, ৪ বোনের মধ্যে মাহবুবুর রহমান মোল্লা সর্বকনিষ্ঠ। তিনি তানজিয়া তাসমিন নামের এক কন্যা সন্তানের জনক।
আশিক বিন রহিম
||আপডেট: ১০:২২ পিএম,১২ অক্টোবর ২০১৫, মঙ্গলবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur
