হাইমচর

হাইমচরে আপত্তিকর অবস্থায় ধরা পড়া এসআই বরখাস্ত

চাঁদপুরের হাইমচর উপজেলায় বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর বিয়ে করেও পার পেলেন না বাহের চর তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই মনিরুল হক। এ ঘটনায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার(২২ নভেম্বর) পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করার পর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, রোববার ভোরে নীলকমল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক বিধবার সঙ্গে এসআই মনিরুল হককে আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দেয় এলাকাবাসী। পরে কাজী ডেকে তিন লাখ টাকা কাবিনে তাদের বিয়ে দেয় হয়। এই নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

৪নং নীলকমল ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরদার জাগো নিউজকে বলেন, নীলকমল পুলিশ ফাঁড়ির এসআই’র বিষয়টি এলাকাবাসীর কাছ থেকে জেনেছি। তাদের উভয়ের সম্মতিতে বিয়ের ব্যবস্থা করে এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইমচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ সুপার ওই এসআইকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজ করেছেন। এছাড়া হাইমচর থানার পক্ষ থেকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

এ সংক্রন্ত পূর্বের প্রতিবেদনটি…… হাইমচরে নারীসহ আপত্তিকর অবস্থায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আটক

স্টাফ করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ৬ :৪৭ পিএম, ২২ নভেম্বর ২০১৬, মঙ্গলবার
এইউ

Share