চাঁদপুর

মাদকবিরোধী অভিযানে চাঁদপুরের শ্রেষ্ঠ এসআই খন্দকার ইসমাইল

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) খন্দকার মো. ইসমাইল আবারো শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছেন। সোমবার ( ২২ আগস্ট) চাঁদপুর পুলিশ লাইনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম এর কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

চাঁদপুর জেলার কর্মরত এসআইদের মাঝে জুলাই মাসে সর্বাধিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করায় তাঁকে এ পুরস্কার দেয়া হয়।

এ ব্যাপারে খন্দকার মো. ইসমাইল চাঁদপুর টাইমসকে জানান, ‘এ পুরস্কার আমার কাজে আরো বেশি গতি সঞ্চারিত করবে, এজন্য সকলের কাছে দোয়া চাই। মাননীয় পুলিশ সুপার যদি আরো এক বৎসর চাঁদপুরে থাকেন আমি ওয়াদা করলাম চাদপুরকে মাদক এর কুফল থেকে রক্ষা করবো।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে ডিবিতে (গোয়েন্দা পুলিশ) মোট মামলা রুজু হয় ২০টি। এর মধ্যে খন্দকার ইসমাইল একাই ১৭ টি মামলা রুজু করেন।

দু’সন্তানের জনক গোয়েন্দা বিভাগের এ কর্মকর্তার জন্ম কুমিল্লা জেলার লাংগলকোর্ট থানায়। মাদকবিরোধী অভিযানে সফল নেতৃত্বের কারণে চাঁদপুর জেলায় এ পর্যন্ত তিনি ১৫ বার শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ২২ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ

Share