নিউ মার্কেট-ঢাকা কলেজ এলাকার পরিস্থিতি শান্ত

ঢাকার নিউ মার্কেটের দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে পার্শ্ববর্তী ঢাকা কলেজের শিক্ষার্থীদের দুদিনের সংঘর্ষের পর ওই এলাকার পরিস্থিতি আজ বুধবার ২০ এপ্রিল তুলনামূলকভাবে শান্ত রয়েছে।

নিউ মার্কেট থানা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে দোকানকর্মী ও শিক্ষার্থীরা সড়ক ছেড়েছেন, এবং এরপর আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে গত সোমবার রাত থেকে ইট-পাটকেল ছোড়াছুড়ি, দফায় দফায় সংঘর্ষ,দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ সময় একাধিক শিক্ষার্থী,ব্যবসায়ী ও পুলিশ আহতের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের ওপর গুলি চালান হয়েছে দাবি করে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। একই সঙ্গে ব্যবসায়ী ও পুলিশের ওপর চলে ইটপাটকেল ছোড়াছুড়ি,পাল্টাপাল্টি ধাওয়া।

এর মধ্যে গতকাল রাতে আহত যুবক নাহিদের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন কয়েক জন।

যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,‘সংঘর্ষের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। আহতদের চিকিৎসার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তদন্তে নেমেছে পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনীর বিভিন্ন ইউনিট।

২০ এপ্রিল ২০২২
এজি

Share