রাজনীতি

এলডিপি থেকে ৩৬ নেতাকর্মীর পদত্যাগ

কর্নেল (অব.) অলি আহমদের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) তিন অঙ্গ সংগঠনের ৩৬ নেতাকর্মী পদত্যাগ করেছেন। শুক্রবার বিকালে চট্টগ্রামের লালদীঘির একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।

দলীয় প্রধানের স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তারা পদত্যাগ করলেও পদত্যাগী নেতারা অলি আহমদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।

পদত্যাগ করা নেতারা হলেন- গণতান্ত্রিক যুবদলের চট্টগ্রাম মহানগর সভাপতি বিএম ছায়েদুল হক, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ রানা, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম, গণতান্ত্রিক মহিলা দলের সভাপতি ছেমন আরা রফিক, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোরশেদ, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান প্রমুখ।

বিএম ছায়েদুল হক গণমাধ্যমকে বলেন, গণতান্ত্রিক যুবদলের চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে ষড়যন্ত্র করছে এলডিপির একটি চক্র। এলডিপির সভাপতি অলি আহমদসহ মহানগর নেতারা চেষ্টা করেও এর সমাধান করতে পারেননি। তাই আমরা স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

বার্তা কক্ষ,২৫ জানুয়ারি ২০২০

Share