কচুয়া

এলজিএসপির বরাদ্দে বদলে গেছে কচুয়া মেঘদাইর সড়ক

লোকাল গর্ভমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) সহযোগিতায় কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর ডা: হারাধারন দে’র সরকার বাড়ির গ্রামীণ সড়ক সিসিকরণ পাকা করা হয়েছে।

২০২০-২০২১ অর্থবছরে ৩ লাখ টাকা ব্যয়ে ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগের প্রচেষ্টায় মেঘদাইর বাজার ও পালাখাল সড়কের পাশে ডা: হারাধন দে’র সরকার বাড়ির প্রায় ৪শ মিটার কাচাঁ রাস্তা সিসিকরণ ঢালাই করণ করা হয়।

ফলে রাস্তাটি সিসিকরণ হওয়ায় চিকিৎসা সেবা নিতে আসা সাধারন মানুষ ও এলাকার লোকজনের মাঝে আনন্দ উৎসব লক্ষ করা গেছে।

কাজের ঠিকাদার মেসার্স মারিয়া এন্টার প্রাইজের পরিচালক মো: শাহজালাল মিয়া শুক্রবার এ কাজটি সম্পন্ন করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন ও ডা:হারাধান দে’র বাড়িতে চিকিৎসা সেবা নিতে আসা শতশত চিকিৎসা প্রত্যাশীদের প্রানের দাবি ছিল এ রাস্তাটি পাকাকরনের।

এ নিয়ে বিগত কয়েক মাস পূর্বে স্থানীয় বেশকিছু পত্রিকা ও অনলাইনে এ সড়কটি পাকাকরনের দাবিতে সংবাদ প্রকাশিত হয়েছিল। অবশেষে ইউপি চেয়ারম্যান মো:ইমাম হোসেন সোহাগের সার্বিক সহযোগিতায় রাস্তাটি সিসিকরণ করায় ডা: গুরুপদ দে জুয়েল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কচুয়ার উন্নয়নের রূপকার ড.মহীউদ্দীন খান আলমগীর এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৫ ডিসেম্বর ২০২০

Share