Home / চাঁদপুর / এম.ভি. বাঙ্গালীর যাতায়াত সেবার তথ্য (ঢাকা-চাঁদপুর-বরিশাল)
এম.ভি. বাঙ্গালীর যাতায়াত সেবার তথ্য (ঢাকা-চাঁদপুর-বরিশাল)

এম.ভি. বাঙ্গালীর যাতায়াত সেবার তথ্য (ঢাকা-চাঁদপুর-বরিশাল)

সৌজন্যে : চাঁদপুর টাইমস

Sunday, ‎19 ‎July, ‎2015  07:42:37 PM

চাঁদপুর টাইমস ডেস্ক:

ঢাকা-চাঁদপুর-বরিশাল রুটে  যাত্রীবাহী জাহাজ এম.ভি. বাঙ্গালী। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নিজস্ব অর্থায়নে এই জাহাজটি নির্মাণ করা হয়েছে। এর নূন্যতম স্পিড ঘণ্টায় ১১ নটিক্যাল মাইল বা ২০.৩৭ কিলোমিটার। জাহাজটির দৈর্ঘ্য ২৪৭.৭০ এবং প্রস্থ’ ৪১.০১ ফিট, গভীরতা ৯.৮৪ ফিট। জাহাজটি তৈরী করেছে ওয়েস্টার্ন মেনির শিপইয়ার্ড লিমিটেড । ঢাকা থেকে মাত্র পাঁচ ঘণ্টায় জাহাজটি চাঁদপুর হয়ে বরিশাল পৌঁছাতে পারবে। স্টিমারে চলাচলের জন্য যাত্রীদের ই-টিকিটিং-এর ব্যবস্থা থাকবে। যাত্রাপথে চাঁদপুর ঘাটে থামবে এই লঞ্চটি।

যাত্রী ধারণ ক্ষমতা:

‘এমভি বাঙালি’ জাহাজের যাত্রী ধারণ ক্ষমতা ৭৫০ জন, এর মধ্যে ভিআইপি/ফ্যামিলি স্যুট কেবিন চারটি, প্রথম শ্রেণি ডাবল কেবিন ৩৪টি, সিঙ্গেল কেবিন চারটি, দ্বিতীয় শ্রেণি ডাবল কেবিন ১৮টি, দ্বিতীয় শ্রেণি চেয়ার ৮৪ জন, তৃতীয় শ্রেণি মেইন ডেক ৪০০ জন, তুতীয় শ্রেণি আপার ডেক ১৫০ জন।

যোগাযোগ

সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে সরাসরি যোগাযোগ করা যায়। তাছাড়া মোবাইলের মাধ্যমেও যোগাযোগ করা যায়।

লুৎফর রহমান (মাষ্টার)

মোবাইল নং- ০১৮১৯-৪৮২০৪৩

অগ্রিম বুকিং:

মতিঝিল হেড অফিস:

ঠিকানা: ৫ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।

মোবাইল: ০১৭২৯-৭৭৪৫৬৪

চলাচলের সময়সূচী

সপ্তাহে ৩ দিন, শনিবার, সোমবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে রাত ৮.৩০ মিনিটে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বরিশাল থেকে পরদিন সন্ধ্যা ৭.০০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

ভাড়া:

সুলভ ঢাকা-বরিশাল ১৭০ টাকা, চাঁদপুর ১০০ টাকা
প্রথম শ্রেণীর কেবিন (এসিসহ সিঙ্গেল) এক হাজার ৫০ টাকা
ডাবল ৩ হাজার ৭৪০ টাকা
দ্বিতীয় শ্রেণী (নন এসি) ৬৩০ টাকা
ভিআইপি কেবিন দুই হাজার টাকা

চাঁদপুর টাইমস :  প্রতিনিধি/এমএএ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনেপূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না