এম এ হান্নানের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও বানোয়াট
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার ঘটনাকে কেন্দ্র করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবন্দ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. মঞ্জিল হোসেন।
তিনি বলেন, উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আজকে যারা সংবাদ সংবাদ সম্মেলন করেছেন, তারা বিএনপির গঠনতন্ত্র লংঘন ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তারা উপজেলা ও পৌর বিএনপির কেউ না। অথচ তারা দিনের পর দিন তা ব্যবহার করে যাচ্ছেন। আমরা ইতিমধ্যেই চাঁদপুর জেলা বিএনপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে জানানো হয়েছে।
আর তারা সংবাদ সম্মেলনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নানকে নিয়ে যে তথ্য উপস্থাপন করেছে তা মিথ্যা ও বানোয়াট। মূলত গত ২১ নভেম্বর উপজেলা ও পৌর বিএনপির আহ্বানে আয়োজিত সভায় এম এ হান্নান বক্তব্য রাখতে গিয়ে ২০০৮ সাল থেকে অদ্যাবধি তার দলের প্রতি অবদান, দলের মনোনয়ন প্রাপ্তি সকল কিছু উল্লেখ করেন। সেখানে তিনি জনাব তারেক রহমানের নামে খারাপ কোন মন্তব্য করেন নি। অথচ একটি মহল এটিকে পুজি করে ফরিদগঞ্জ বিএনপিকে দ্বিধাবিভক্ত ও ঐক্য বিনষ্টের চেষ্টা করছে।
এসময়ে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আমানাত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক নজরুর ইসলাম নজু, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, পৌর মৎস্যজীবি দলের আহ্বায়ক ইউনুছ মিজি প্রমুখ।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৫ নভেম্বর ২০২৫