চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলার আহ্বায়ক আলহাজ্ব এম. এ. হান্নানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা।
শনিবার (৩ নভেম্বর) রাত সাড়ে১১ থেকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে থানার মোড়ে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন খসরু মোল্লা ও নজরুল ইসলাম পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলুসহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী।
সমাবেশে বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু
সিনিয়র সহ-সভাপতি ফারুক খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
বক্তারা বলেন, আমাদের প্রিয় নেতা ও দুর্দিনের সাহসী সংগঠক আলহাজ্ব এম. এ. হান্নানকে দল মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা হতাশ। আমরা চাই কেন্দ্রীয় নেতারা আমাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে তাঁকেই পুনরায় মনোনয়ন প্রদান করবেন।
তারা আরও বলেন, দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে আলহাজ্ব এম. এ. হান্নানকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য: মনোনয়ন প্রাপ্ত লায়ন মোঃ হারুনুর রশিদের দলিয় ব্যানার ফেস্টুন ছিঁড়ে আগুন ধরিয়ে দেয়া হয়। ব্যানার ফেস্টুনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, বেগম খালেদা জিয়ার ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার ছবি ছিল।
প্রতিবেদক: শিমুল হাছান,
৪ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur