‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই আহবানে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চাঁদপুর এম.এ (মো: আব্দুল) খালেক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী সভা করা হয়েছে। বৃহস্পতিবার কলেজ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।
প্রভাষক আবু রায়হানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল। বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন মজুমদার ও কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. এমদাদ উল্লাহ প্রমুখ। কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক মো. সোহেল আহমেদের সার্বিক সহযোগিতায় এসময় কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার সামগ্রী বিতরন করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur