সংবাদ শিরোনাম
Home / জবস / ৪৮তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৫,২০৬
BCS

৪৮তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৫,২০৬

সরকারি কর্ম কমিশনের ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২শ ৬ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

২০ জুলাই দিবাগত রাত ১২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সহকারী সার্জন পদে ৪ হাজার ৬শ ৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫শ ১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। ১৮ জুলাই সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঢাকার ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।

পিএসসি সূত্রে জানা যায়,৪৮তম বিশেষ বিসিএসে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এরমধ্যে সহকারী সার্জন নেয়া হবে ২ হাজার ৭শ জন। আর সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে ৩শ জন।

২১ জুলাই ২০২৫
এজি