চাঁদপুর লঞ্চঘাটে ও পুরানবাজার ট্রলারঘাটে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২২ জুন) দুপুরে লঞ্চঘাটে ও পুরানবাজার ট্রলারঘাটে পৃথক অভিযানে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও নারায়ন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জনান, শুক্রবার দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের অপরাধে এমভি দেশান্তর লঞ্চকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং মৌখিক ভাবে সতর্ক করা হয়। অন্যদিকে একইদিন পুরানবাজার ট্রলারঘাটে আলুবাজার থেকে আগত একটি ট্রলারকে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী ১ টাকা জরিমানা করা হয়।
এদিকে এছাড়া সকল যাত্রীসাধারণকে জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না উঠার জন্য জেলা প্রশাসনেরর পক্ষ থেকে অনুরোধ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান ঈদ ফিরতি কর্মজীবী মানুষের নিরাপত্তার জন্য এ অভিযান অব্যাহত থাকবে বলে।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur