মেডিকেল কলেজগুলোতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তি পরীক্ষা হবে আগামি ৫ অক্টোবর। অন্যদিকে,ডেন্টাল কলেজগুলোতে বিডিএসে ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর। মঙ্গলবার (৩১ জুলাই ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি-সংক্রান্ত সভায় এ তারিখ ঠিক করা হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সভায় সভাপতিত্ব করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এমবিবিএস ও বিডিএসে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে সম্মিলিতভাবে কমপক্ষে ৯ পয়েন্ট থাকতে হবে। এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৭ আগস্ট এবং আবেদন জমা দেয়ার শেষ সময় ১৮ সেপ্টেম্বর। বিডিএসে ভর্তিতে অনলাইনে আবেদন জমা দেয়ার সময় ১৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর।
মন্ত্রণালয় সূত্র বলেছে, বর্তমানে সরকারি মেডিকেল কলেজ ৩১টি ও বেসরকারি ৬৯ টিসহ ১ শ’ টি মেডিকেল কলেজ রয়েছে। মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা প্রায় সাড়ে ৯ হাজার ৫৬৮টি। অন্যদিকে ডেন্টাল কলেজে আসনসংখ্যা ৩ হাজারের কিছু বেশি। বেসরকারিতে ৬ হাজার ২৫০টি আসন রয়েছে।
বার্তা কক্ষ
আপডেট,বাংলাদেশ সময় ৭:১৮ পিএম ৩১ জুলাই ২০১৮,মঙ্গলবার
এজি