৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁদপুর-১ কচুয়া আসনের নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রথম বারের মতো ৩ দিনের সফরে কচুয়ায় আসছেন ড. সেলিম মাহমুদ এমপি। তিনি আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকালে রাগদৈল উচ্চ বিদ্যালয়, বারৈয়ারা ঈদগাহ ময়দান, সাচার উচ্চ বিদ্যালয় মাঠ, মাঝিগাছা উচ্চ বিদ্যালয়, দুপুরে বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, তেতৈয়া সরকারি প্রাথমিক মাঠ, বিকেলে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় গরীব-অসহায় ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করবেন।
সন্ধ্যায় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে কচুয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী নেতৃবৃন্দদের সাথে নির্বাচনী পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবেন বলে তাঁর ব্যাক্তিগত সহকারি সাইফুল ইসলাম বাবু জানিয়েছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur