এমপি নির্বাচিত হলে সরকারি প্রাপ্ত বরাদ্দের সাথে নিজের উপার্জিত অর্থ যুক্ত করে আধুনিক ফরিদগঞ্জ গঠনে কাজ করবো বলেছেন ফরিদগঞ্জ আসনে চিংড়ী প্রতিকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকালে সাবেক এমপি প্রয়াত আলমগীর হায়দার খানের কবর জিয়ারত শেষে মিডিয়ায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ১৯৭৮ সালে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকলেও মূলতঃ ১৯৯৬ সালে প্রয়াত আলমগীর হায়দার খানের হাত ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত হই। সেই থেকেই উপজেলার উন্নয়নে নিজের উপার্জিত অর্থ দিয়ে কাজ করছি। ২০০৮ ও ১৮ সালে মনোনয়ন পেলেও ষড়যন্ত্রের শিকার হয়ে নির্বাচনে অংশ গ্রহন করতে পারি নাই। কিন্তু ২০২৬ এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো এটা কখনো চিন্তা করিনি। আমি বিশ্বাস করি দল আমাকে অবমূল্যায়ন করলেও ফরিদগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষ আমাকে যথাযথভাবে মূল্যায়নের মাধ্যমে চিংড়ি প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। কারন তৃনমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের আহবানে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কোন হুমকি-ধমকি দিয়ে তৃনমুল পর্যায়ের নেতা- কর্মী ও সাধারণ জনগণকে দাবিয়ে রাখা যাবে না।
প্রবাসী ও নতুন ভোটার উদ্দেশ্যে এম এ হান্নান আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ফরিদগঞ্জের উন্নয়নের স্বার্থে এই আসনের প্রবাসী বন্ধুরা স্ববান্ধবে চিংড়ী প্রতীকের পক্ষে দাঁড়াবেন। এছাড়া তরুন ভোটাররাও কাংখিত ফরিদগঞ্জ গঠনে আমাদের থাকবেন বলে আমরা বিশ্বাস করি এবং চিংড়ী প্রতীকের বিজয় নিশ্চিত করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ, ২নং বালিথুবা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইব্রাহিম মিয়া, সাধারণ সম্পাদক আলী হারিছ মিয়াজি, সাংগঠনিক সম্পাদক জিয়া খান, ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির খান, সাধারণ সম্পাদক কাউছার আহাম্মেদ, উপজেলা যুবদলের সদস্য সাজ্জাদ হোসেন মজুমদার, বিএনপি নেতা আনাছ খান, আবু তাহের, খাজা আহমেদ প্রমূখ।
পরে তিনি মূলপাড়া সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং চিংড়ী প্রতিকে ভোট প্রার্থনা করেন।
প্রতিবেদক: শিমুল হাছান/
২২ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur