এমপি রফিকুল ইসলামের সাথে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

শাহরাস্তি প্রেসক্লাবের আজীবন সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাহরাস্তি প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

৫ মার্চ রোববার সন্ধ্যায় তাঁর ঢাকাস্থ বাসভবনে সাংবাদিক নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুলেল শুভেচছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, প্রেসক্লাব সদস্য সজল পাল, ফয়েজ আহমেদ, মোঃ কামরুজ্জামান সেন্টু, মোঃ জামাল হোসেন, মোঃ মহিউদ্দিন প্রমুখ।

এসময় মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম সাংবাদিক বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি তাঁর বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরার আহবান জানান।

শাহরাস্তি প্রতিনিধি, ৫ মার্চ ২০২৩

Share