শাহরাস্তিতে এমপির সহধর্মনীর মৃত্যুবার্ষিকীতে মিলাদ

চাঁদপুরের শাহরাস্তিতে সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সহধর্মীনি রুবি ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৮ ডিসেম্বর বুধবার রুবি ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক নাসরিন জাহান চৌধুরী শেফালীর আয়োজনে উনকিলা পূর্বপাড়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

২০১৬ সালের এই দিনে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। রুবি আক্তার কর্মক্ষেত্রে সফল একজন নারী ছিলেন।

মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, শাহরস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকা চাঁদপুর-৫, সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ ) রফিকুল ইসলাম,বীর উত্তম, এমপি মহোদয়ের সহধর্মিণী রুবি ইসলামের ৫ম মৃত্যু বার্ষিকীতে মরহুমার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করা হয়। মহান আল্লাহপাক মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক,আমীন।

মরহুমা রুবি ইসলামের জান্নাত বাসী কামনা করে, দেশ ও জাতির কল্যাণে এবং স্থানীয় সাংসদ মেজর (অবঃ)রফিকুল ইসলাম বীর উত্তমের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা। হয়। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ কামরুল ইসলাম শিপন।

প্রতিবেদক: মো. জামাল হোসেন, ৮ ডিসেম্বর ২০২১

Share